সুজানগরে ৩১ টি ব্লকে আলোর ফাঁদ স্থাপন ॥ক্ষতিকর উপকারী পোকার উপস্থিতি নির্ণয়
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার কৃষি সম্প্রসারণের আয়োজনে রোববার রাতে একযোগে উপজেলার ৩১ টি ব্লকে আলোর ফাঁদ স্থাপন করে আমন ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি নির্ণয় পরিদর্শন করেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ নাঈম হাসান,উপ-সহকারী উদ্ভিদ অফিসার মোঃ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলো ফাঁদ শেষে উপস্থিত কৃষকদের প্রজেক্টরের মাধ্যমে রোগ বালাই পোকামাকড়  দমন ব্যবস্থার উপর প্রামান্য  চিত্র প্রদর্শন করা হয়।  প্রামান্য  চিত্র প্রদর্শন কালে উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজাহার আলী বলেন কৃষিবিদদের সচেতনা বৃদ্ধি করায় এ কর্মসূচি উদ্দেশ্য, ধানের ক্ষতিকর বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও বিভিন্ন উপকারী পোকার উপস্থিতি যেন কৃষকরা নির্ণয় করতে পারে এবং ক্ষতিকর পোকা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্যেই একযোগে আলোর ফাঁদ কর্মসূচি পাবনাতে করা হচ্ছে।

No comments

Powered by Blogger.