সুজানগরে ৩‘শ মুক্তিযোদ্ধার সংবর্ধনা প্রদান
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮তম মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত সোমবার উপজেলার ৩‘শ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যরাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার, ডেপুটি কমান্ডার আব্দুল হাই, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। শেষে মুক্তিযোদ্ধাদেরকে পুরস্কৃত করা হয়।

No comments