সুজানগরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি: ৪৮তম মহান বিজয় ও জাতীয় দিবসে গত সোমবার পাবনার সুজানগরে ১৭০জন মুক্তিযোদ্ধাদের মাঝে স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দুপুর ১টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামন শাহীন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন। শেষে অতিথিদ্বয় মুক্তিযোদ্ধাদের হাতে স্মাট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

No comments

Powered by Blogger.