সুজানগরে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্বোধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুদমুক্ত ব্যাংকিংসেবা জনগণের দোরগোড়ায় পৌঁচ্ছে দেওয়ার লক্ষে গতকাল বৃহস্পতিবার পাবনার সুজানগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র ১১২তম সুজানগর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় সুজানগর মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত ব্যাংকের এসএভিপি মশিউর রহমান। সুজানগর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট’র ব্যবস্থাপক ও সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং ব্যাংকের পাবনা শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা এসএম মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী হেলাল উদ্দিন, ব্যাংকার মোক্তার হোসেন ও মতিউর রহমান প্রমুখ। পরে ফিতা কেটে উক্ত ব্যাংকের উদ্বোধন করা হয়। শেষে ব্যাংকের অগ্রগতি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ মুক্তি জাহাঙ্গীর আলম।

No comments

Powered by Blogger.