সুজানগরের আমেরিকা প্রবাসী আব্দুল গফুর প্রামানিকের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌর শহরের নন্দিতা পাড়ার আমেরিকা প্রবাসী আব্দুল গফুর প্রামানিক (৮৫) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদজুম্মা প্রথম জানাযা শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয় বাদ এশা খাপরাডাঙ্গী গোরস্থান মাঠে। জানাজা নামাজ শেষে খাপরাডাঙ্গী গোরস্থানে দাফন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওহাব, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা জামায়াতের আমীর আব্দুর রহিম, এ,আর গ্র“পের উপদেষ্টা ও মরহুম আব্দুল গফুর প্রামানিকের জামাতা আলহাজ্ব আবিদ হাসান, সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক একেএম হেসাব উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ। বৃহ¯পতিবার তিনি নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন, মৃত্যু কালে তিনি স্ত্রী সহ ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

No comments

Powered by Blogger.