সুজানগরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- ইউএনও

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে হঠাৎ করেই গতকয়েক দিন ধরে শৈত্য প্রবাহের কারণে ছিন্নমূল শীতার্ত মানুষ। তাই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। রোববার রাতে তিনি আচমকা গুচ্ছ গ্রাম সহ অসহায় দরিদ্র মানুষকে একটি করে কম্বল দেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান, অনুষ্ঠান করে কম্বল বিতরণ করতে গেলে অনেক সময় প্রকৃত শীতার্ত মানুষ গুলো কম্বল পায় না। একারণে রাতে স্বচক্ষে দেখে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে পাওয়া কম্বল পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে পৌঁছানো হয়েছে।

No comments

Powered by Blogger.