সুজানগরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র ৬৭ তম শাখা উদ্বোধন

সুজানগর(পাবনা) প্রতিনিধি ঃ
অতিসহজে তথা দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকিংসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর পৌর বাজারের হাজী আব্দুল কদ্দুস শপিং মলের দ্বিতীয় তলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড সুজানগর শাখার যাত্রা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.আব্দুল খালেক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) নায়েব আলী মন্ডল, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আব্দুল ওহাব,  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন। শাখা ব্যবস্থাপক আবুল কালামের সভাপতিত্বে এবং বাংলা মোটর শাখার ব্যবস্থাপক (অপারেশন) হামিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অবঃ) একে মীর্জা শহীদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুল বাচেত, অগ্রণী ব্যাংক সুজানগর শাখার ব্যবস্থাপক হারুন বিন সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদশা, ইঞ্জিনিয়ার শামছুর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত শাখার ব্যবস্থাপক (অপারেশন) আব্দুল জলিল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার। পরে ফিতা কেটে ৬৭তম শাখার উদ্বোধন করা হয়। শেষে ব্যাংকের অগ্রগতি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

No comments

Powered by Blogger.