সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্টারদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মেডিকেল অফিসারদের সাথে পরিচিতি ও মাসিক মতবিনিময় সভায অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আর. এম. ও ডাঃ মোহাঃ সেলিম মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশষে অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এসময় আরো বক্তব্যদেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া নব্য যোগদানকৃত ডাক্টার ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উপুস্থত ছিলেন।

No comments

Powered by Blogger.