সুজানগর বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন
সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন-২০১৯ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পরিচালনা পরিষদের সভাপতি ও মানিকহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্বাস আলী মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল। এ সময় আরো উপস্থিত ছিলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান প্রমুখ।
No comments