সুজানগরে শীর্তাতদের পাশে চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা তীব্র শীতে পরেছে চরম বিপাকে, বৃদ্ধ ও শিশুকিশোদের অবস্থা নাজেহাল, এই শীতের প্রকোপ থেকে রক্ষার্থে সারা দেশের ন্যায় এ উপজেলার গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা শীতের শুরতেই শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ কিভাবে ভালো থাকবেন সেই জন্য দিন-রাত নিরলস পরিশ্রম করে যাছেন জননেত্রী শেখ হাসিনা। বুধবার রাতে পাবনার সুজানগর দুলাই ইউনিয়নের ভূমিহীন পরিবার, এতিমখানার শিক্ষার্থী সহ উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন এ কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক প্রমুখ।

No comments

Powered by Blogger.