পাবনায় লুটপাট করে বাড়ি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনা’র সুজানগর উপজেলায় আমেরিকা প্রবাসীর বাড়ি লুট করে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে পাবনার আমিনপুর থানার বাদাই এলাকায় আব্দুল শুকুর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত আক্রমন করে স্বর্ণালংকারসহ আমেরিকা প্রবাসীর প্রায় ৬ লক্ষ টাকা লুট করে বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় আব্দুর শুকুর শেখ বলেন, দীর্ঘদিন ধরে ঐ সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করব বলে প্রথমে কিছু টাকা সৌজন্যতার খাতিরে দিয়েছি। পরবর্তীতে যখন আবার বেশি টাকা চাঁদা দাবি করে আমরা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বাড়ি ঘর লুট করে আগুন ধরিয়ে দেয়। এই সন্ত্রাসীদের ভয়ে এলাকার মানুষ পথে বের হতে পারে না। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। এ ব্যাপারে আমিনপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি।
No comments