সুজানগরের পিযুস খানের ফেসবুক আইডি হ্যাক

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর শহরের খান বেকারীর প্রোপাইটর সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহল্লার ফুল প্রেমী রফিকুল ইসলাম পিযুস খানের “চরলঁংয কযধহ” নামক ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিযুস খান জানান বেশ কয়েকদিন ধরে আমার ফেসবুক আইডি চালু করতে পারছি না, অথচ আমার আইডি ব্যাবহার করে ম্যাসেঞ্জারে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে বিভিন্ন রকম ম্যাসেস প্রদান করছে, আমার নতুন আইডি “গফ চরলঁংয কযধহ”। এ ঘটনায় সুজানগর থানায় একটি সাধারণ ডায়ারী করা হয়েছে।

No comments

Powered by Blogger.