
মাহমুদুল হাসান সজীব: পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের তালিমনগর শাহ মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ২০২০ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক শিক্ষক আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় আরো বক্তব্যদেন সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াজদানী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা মোহাম্মদ আলী, ইউপি সদস্য আ: সালাম খান, বিশিষ্ট সমাজসেবক আজগর, আজাদ আলী খান, নাদের আলী শেখ, আব্দুল লতিফ মিয়া, কোরবান মোল্লা, সাংবাদিক মাহমুদুল হাসান সজিব প্রমুখ। উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের তোমরাই আগামী সমাজের ভবিষ্যৎ, তোমরাই হবে সোনার বাংলার গড়ার কারিগর, তাই তোমাদের প্রতি আমাদের আশা তোমরা আগামী দিনগুলোতে মাদককে না বলে সমাজ কে সামনের দিকে এগিয়ে যাবে।
No comments