অবৈধ বালু কাটায় বাধা ইউপি সদস্য কে পিটিয়ে আহত
পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা গেটে বুধবার দুপুরে অবৈধ ভাবে বালু কাটায় বাধা দেওয়ায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজাদ আলী শেখকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূবৃর্ত্তরা। ঘটনায় জানা যায় চরতারাপুর কোলচরি গ্রামের মৃত নায়েব আলী ছেলে মকছেদ আলী (৪০) গোহাইল বাড়ী গ্রামের ময়েন প্রামানিকের ছেলে চয়না প্রাং, পলাশ, শিমুল, আনোয়ার হোসেন সহ আরো ১০/১২ জন নদীতে বালু কাটে। এই বালূ কাটায় বাধা দেওয়ার কারণে আজাদ আলী শেখকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করেছে তারা। আহত আজাদ আলী শেখ এখন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত আজাদ আলী শেখ জানান, মকছেদ আলী পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে, আমি বাধা দেওয়ায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপরে সুজানগর উপজেলা গেটের সামনে হামলা করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
No comments