সুজানগরে জাতীয় সমাজ সেবা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবসের বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাজ সেবা দিবসের র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। এসময় আরো বক্তব্যদেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.