সুজানগরে আদিবাসীদের শীতবস্ত্র বিতরণ

সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার সুজানগরে তীব্র শীতে বিপাকে সাধারণ মানুষ। তীব্র শীতে সবচেয়ে বিপাকে রয়েছে আদিবাসী জনগোষ্ঠি। তাদের একটু উষ্ণতার জন্য শীতবস্ত্র নিয়ে আদিবাসী জনগোষ্ঠির ঘরে ঘরে গিয়ে বুধবার নিশিপাড়ায় গভীর রাতে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান পর্যায়ক্রমে উপজেলার শীতার্ত সকল মানুষের মাঝেই কম্বল বিতরণ করা হবে। বিতরণ কালে পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.