
এম মনিরুজ্জামান, পাবনা: পাবনার কাশিনাথপুর ফুল বাগান মোড় চত্বরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাশিনাথপুর ফুল বাগান মোড় চত্বরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন আহমেদ ফিরোজ কবির এমপি । জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। এসময় আরো বক্তব্য দেন রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম উজ্জ্বল, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ মোল্লা,জাতসাখিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজুর রহমান। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
No comments