সুজানগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান

এম মনিরুজ্জামান, পাবনাঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পাবনার সুজানগর পৌর ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে হাসপাতাল গেট সংলগ্ন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগের সভাপতিত্বে ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। এসময় আরো বক্তব্যদেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল বাহার প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পথের বাউল ব্যান্ডের জেমস্ অনিক, ক্লোজআপ তারকা পূজা, বর্ষা সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

No comments

Powered by Blogger.