সুজানগরে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ দানের অনুমতি দিলেন মন্ত্রনালয়


সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ২০১৯ সালের পরীক্ষায় শতভাগ পাশ করে বিগত সালের সুনাম বহল রেখেছে সুজানগর পৌর শহরের অবস্থিত সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুজানগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মৃত্যু বরণ করায় এবং পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারি করণ হওয়ায় এলাকাবাসী ও প্রয়াত আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠ পুত্র শাহীনুজ্জামান শাহীনের প্রচেস্টার প্রতিষ্ঠিত হয় আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে প্রথমবারের মতন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে সকল ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উর্ত্তিন হয়। এছাড়া প্রথমবারের মত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষার শতভাগ পাশ করেছে জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা খাতুন। প্রয়াত আবুল কাশেম মাস্টারের কনিষ্ঠ পুত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন বলেন,
শিক্ষকদের অন্তরিকতা, পরিশ্রম ও দক্ষতার সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি ম্যানেজিং কমিটির নিয়মিত সর্বদিক তত্ত্ববধায়ন করা হয় এ বিদ্যালয়ে। তিনি আরো বলেন আমার পিতার নামে এ প্রতিষ্ঠানটি যেন আগামীতে ভাল রেজাল্ট করে সুজানগর উপজেলা নয় যেন পাবনা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলের কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য গত ২০১৯ইং সালের জানুয়ারী মাসে প্রতিষ্ঠিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি ভাল ফলাফল সহ সার্বিক দিক বিবেচনা করে এক বছরের মধ্যেই গত বছরের ৩১-১২-২০১৯ ইং তারিখ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক স্বারকে পাঠ দানের অনুমতি প্রদান করেন।

No comments

Powered by Blogger.