সুজানগরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্র¯‘তিমূলক সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আগামী ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার এক প্র¯‘তিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র আব্দুল ওহাব। সভায় অন্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন আলী, থানার অফিসার ইনচার্জ বদর“দ্দোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, মেডিকেল অফিসার মনজিল হোসেন প্রমুখ। সভায় যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

No comments

Powered by Blogger.