সুজানগরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কে লাঞ্ছিত প্রতিবাদ সমাবেশ

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী কে লাঞ্ছিত ও ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুছ আলী শেখ কে বেধরক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে আহম্মেদ পুর ইউনি
য়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগে জানা যায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী মনোনয়ন ফরম জমা ও উত্তোলনের শেষ দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন জমার শেষ সময়ে মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন সহ সংঘবদ্ধ দল নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুছ আলী শেখ কে বেধরক মারপিট করে গুরুতর আহত করে, বাধা দিলে  প্রধান শিক্ষক কেউ লাঞ্ছিত করেন। এ ঘটনায় বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। গুরুতর আহত অবস্থায় ইউনুছ আলী শেখ সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এঘটনায় আমিন পুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈনুদ্দিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

No comments

Powered by Blogger.