শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিকাশ ঘটাতে হবে- ফিরোজ কবির এমপি

এম মনিরুজ্জামান ঃ পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে  লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার বিকাশ ঘটাতে হবে। কেননা একজন দক্ষ ক্রীড়াবিদও জাতি গঠনে ভূমিকা  রাখতে পারেন। বৃহস্পতিবার সকালে সুজানগরের ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এমপি ফিরোজ কবির আরো বলেন প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবেনা। একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলা-ধুলাসহ সময়োপযোগী শিক্ষা গ্রহণ করতে তবে। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা যাবেনা। বিদ্যালয়ের সভাপতি এসকে হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শামছুল আলম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান এসএম শামছুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক (অবঃ) মোতাহার হোসেন বিশ্বাস।

No comments

Powered by Blogger.