নারী পূরুষের বৈষম্যতা দূর করে সোনার বাংলা গড়তে হবে-উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান
এম মনিরুজ্জামানঃ পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এক মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সহ সভাপতি জামিলুর রহমান লিটন সহ সুবিধাভোগী, প্রশিক্ষানার্থী, বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান বলেন স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজে নারীরা বিভিন্নভাবে অবহেলিত ছিলেন। আজ নারী নির্যাতন হলেও তার প্রতিকার হচ্ছে। নারীরা সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন। পূরুষ শাষিত সমাজ ব্যবস্থায় বর্তমানে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে নারীরা আজ কর্মমুখী হয়ে সাবলম্বী হচ্ছেন। তিনি আরো বলেন, নারী পূরুষের বৈষম্যতা দূর করে সমতার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বির্নিমাণে তার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। নারী দিবসে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উপস্থিতি নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
No comments