সুজানগরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সুজানগর (পাবনা) প্রতিনিধি: 'প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার' প্রতিপাদ্য নিয়ে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান বিষয় বস্তু নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী। অনুষ্ঠান পরিচালনা করেন জাইকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরান হোসাইন।
No comments