সুজানগরে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম মাস্টারের নামে প্রতিষ্ঠিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতায়  প্রধান অতিথির বক্তব্য দেন ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভর্নিং বডি'র সভাপতি শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শম্পা খাতুনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন প্রয়াত আবুল কাশেম মাস্টারের সহধর্মিণী ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোছাঃ শামসুন্নাহার, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল জলিল বিশ্বাস,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শামসুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ। এসময় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান প্রমুখ। এছাড়াও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পোড়া ডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়, মধুপুর হাজী অজেল আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

No comments

Powered by Blogger.